" সমবায়ে গড়বো দেশ, বৈষম্যহীন বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ১ নভেম্বর শনিবার বেলকুচি উপজেলার উপজেলা প্রশাসন, সমবায় বিভাগ ও সমবায়ীদের যৌথ উদ্যোগে ব্যাপক উৎসাহ উদ্দীপনায় ৫৩ তম জাতীয় সমবায় দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে সকাল ১০.০০ টায় র্যালী শুরু হয়। অত্র অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জনাব আফিয়া সুলতানা কেয়া, উপজেলা নির্বাহী অফিসার, বেলকুচি, সিরাজগঞ্জ মহোদয়। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জনাব প্রতীক মন্ডল, সহকারী কমিশনার (ভূমি), বেলকুচি, সিরাজগঞ্জ মহোদয় , জনাব মোঃ জাকেরিয়া হোসেন, অফিসার ইনচার্জ, বেলকুচি থানা, বেলকুচি, সিরাজগঞ্জ মহোদয় ও জনাব মুছা হাসেমী, ছাত্র সমন্বয়ক, বেলকুচি উপজেলা, সিরাজগঞ্জ এছাড়াও সমবায়ী বক্তব্য রাখেন জনাব মো. এন্তাজ আলী, সভাপতি, বেলকুচি থানা কেন্দ্রীয় সমবায় শিল্প ইউনিয়ন, বেলকুচি, সিরাজগঞ্জ, জনাব মোঃ আমির হামজা, সভাপতি, প্রতিজ্ঞা বহুমূখী সমবায় সমিতি লি., ও জনাব মো. আব্দুস সবুর, সাধারণ সম্পাদক, প্রত্যাশা সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লি., বেলকুচি, সিরাজগঞ্জ। অত্র সভায় সভাপতিত্ব করেন জনাব মোঃ রানা ইসলাম, উপজেলা সমবায় কর্মকর্তা, বেলকুচি, সিরাজগঞ্জ। অত্র অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন জনাব মোঃ রফিকুল ইসলাম, সভাপতি, সোনালী মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লি:, বেলকুচি, সিরাজগঞ্জ।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস